শিরোনাম
মেধাসম্পদের বিকাশে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ২২:৩২
মেধাসম্পদের বিকাশে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেধাসম্পদ ও সৃজনশীলতার বিকাশে সরকারের পাশাপাশি নারী সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আমি উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেধাসম্পদ ও সৃজনশীলতার বিকাশে সরকারের পাশাপাশি নারী সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষে বুধবার এক বাণীতে তিনি এ আহবান জানান।


প্রধানমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মেধার বিকল্প নেই। সৃজনশীলতা ও মেধার বিকাশে নারীর ভূমিকা অগ্রগণ্য’ উল্লেখ করে এ প্রেক্ষাপটে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ক্ষমতা পরিবর্তন : উদ্ভাবন ও সৃজনশীলতায় নারী’ সময়োপযোগী হয়েছে’।


শেখ হাসিনা বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে মেধাসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকার পেটেন্ট, ডিজাইন, ট্রেড মার্কস, ভৌগোলিক নির্দেশক পণ্য ও কপিরাইটের উন্নয়ন ও সংরক্ষণের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যা সৃজনশীলতা বিকাশে সহায়তা করবে বলে তিনি মনে করেন।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের সকল আথর্-সামাজিক উন্নয়নে নারীসমাজ সমান ভ‚মিকা রেখে চলেছে। নারীরা আজ কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও দেশের নারী সমাজ তাদের মেধা ও শ্রম দিয়ে শক্ত অবস্থান করে নিতে সক্ষম হয়েছে।


বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নেও নারীরা পিছিয়ে নেই উল্লেখ করে তিনি বলেন, মেধাসম্পদ সৃষ্টি ও উন্নয়নে বাংলাদেশের নারী সমাজ দৃশ্যমান অবদান রাখছে। সূত্র : বাসস


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com