শিরোনাম
সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব: সুজন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ১৭:৪৫
সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব: সুজন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচন সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু হবে না বলে মত দিয়েছে সুশাসনের জন্য নাগরিক- সুজন। সোমবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি এই সংস্থাটির গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন আলোচকরা।


তারা বলেন, জনগণ মনে করে, আমি ভোট দিলে কী হবে। প্রার্থী তো আগেই ঠিক করা। এই দুটি সিটি নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে। কেননা এর ওপর নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে কিনা। নির্বাচন কমিশনের হাতে সকল ক্ষমতা রয়েছে। তারা চাইলে নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হতে পারে।


সুজন সভাপতি বদিউল আলম মজুমদারের পরিচালনায় গোলটেবিল বৈঠকে অংশ নেন সাবেক ব্রি. (অব.) সাখাওয়াত হোসেন, নগর পরিকল্পনাবিদ তোফায়েল আহমেদ, বাসদ সভাপতি খালেকুজ্জামান, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।


গোলটেবিলে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান।


বিবার্তা/বিপ্লব/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com