শিরোনাম
আর কোন রাজিবকে যেন হারাতে না হয়
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৮:৩৫
আর কোন রাজিবকে যেন হারাতে না হয়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সড়ক অব্যবস্থাপনা, দুর্ভোগ-অচল সড়কপথ আর একের পর এক মৃত্যু মিছিল বন্ধের দাবিতে সেভ দ্য রোডের সমাবেশে বক্তারা বলেছেন, সরকারকে গুরুত্বের সাথে আকাশ-সড়ক-নৌ ও রেলপথ দুর্ঘটনা বন্ধে ভূমিকা রাখতে হবে। যাতে আর কোন রাজিবকে হারাতে না হয়। একই সাথে মালিক,শ্রমিক ও যাত্রীদের মধ্যে সমন্বয় প্রয়োজন। নিরাপদ পথ বাস্তবায়নের জন্য এ সমন্বয় দরকার।


শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী।


মহাসচিব শান্তা ফারজানার লিখিত বক্তব্যের পর সংহতি প্রকাশ করেন সেভ দ্য রোডের উপদেষ্টা সাংবাদিক মহিউদ্দিন আকবর, ভাইস চেয়ারম্যান চঞ্চল মেহমুদ কাশেম, যুগ্ম মহাসচিব ডা. নূরজাহান নীরা, মনির জামান, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হক পুনম, গাজীপুর জেলার আহবায়ক সুবোধ শাস্ত্রী, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সাঈদী, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চাঁদ আহমেদ জীবন, হবিগঞ্জ জেলা আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক সোহাগ সিদ্দিকী, বগুড়া জেলা আহবায়ক এস এম সুলতান, পটুয়াখালী জেলা আহবায়ক মামুন বাবুল, যুগ্ম আহবায়ক হরিদাস সরকার প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com