শিরোনাম
লন্ডনে ক্রীড়া উপমন্ত্রীর ওপর হামলা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১০:৫৩
লন্ডনে ক্রীড়া উপমন্ত্রীর ওপর হামলা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সরকারের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলা করেছে যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা। বুধবার বিকেলে ‍যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।


বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারে সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কনফারেন্স সেন্টারের বাইরে বিক্ষোভ করছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা। পাশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও।


জানা যায়, উপমন্ত্রী আরিফ খান জয় বিএনপির বিক্ষোভের পাশ দিয়ে হেঁটে সম্মেলন স্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিএনপির বিক্ষোভ থেকে তাকে কটু মন্তব্য করা হয়। একপর্যায়ে উপমন্ত্রীকে শারীরিকভাবে হেনস্তাও করেন কয়েকজন। উপমন্ত্রী এসময় দৌড়ে গিয়ে পাশের বারক্লেস ব্যাংকের সামনে আশ্রয় নেন। হামলাকারীরাও তাঁর পিছু নেন। তবে বিএনপির কিছু নেতা–কর্মী এসময় তাঁকে রক্ষা করেন।


পরে পুলিশ এসে জয়কে সেখান থেকে নিয়ে যায়। এসময় ২ জনকে আটক করে পুলিশ।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com