শিরোনাম
হুইপ আতিককে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৮, ১২:৩৬
হুইপ আতিককে দুদকের জিজ্ঞাসাবাদ
বিবার্তা প্রতিবদেক
প্রিন্ট অ-অ+

দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।


দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, গত ৫ এপ্রিল আতিককে তলব করে চিঠি পাঠানো হয়েছিল। দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন তাকে তলবি নোটিশ পাঠান। নোটিশে তাকে আজ সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়।


শেরপুর-১ (সদর) আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ পাওয়ার পরই দুদক অনুসন্ধান শুরু করে।


তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নামে-বেনামে শতকোটি টাকা অর্জন, নিয়োগ-বাণিজ্য, টিআর-কাবিখা এবং স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অঙ্কের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতি করেছেন।


শেরপুরের তিন আনি বাজারে তিনি বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগান বাড়ি তৈরি করিয়েছেন, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লটের মালিক হয়েছেন, ধানমণ্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট কিনেছেন বলেও আতিকের বিরুদ্ধে অভিযোগ উঠে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com