শিরোনাম
দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে কারিগরি সহায়তা দিবে এডিবি
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৮, ১০:২৬
দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে কারিগরি সহায়তা দিবে এডিবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে কারিগরি জ্ঞান ও দক্ষতা প্রদান করবে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।


বুধবার এডিবির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সাথে সাক্ষাৎকালে তিন বছর মেয়াদি প্রস্তাবিত এ প্রকল্পের কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাউথ এশিয়া ডিপার্টমেন্টের হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট এরিক এ ব্লুম।


নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে উন্নত অবকাঠামো গড়ে তুলতে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম পযার্য়ে ৪ টি বিশ্ববিদ্যালয়ে কারিগরি জ্ঞান ও দক্ষতা প্রদানে এ প্রকল্প চালু হবে। পরবর্তীতে আরো পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম সম্প্রসারিত হবে।


বৈঠকে তথ্যপ্রযুক্তি প্রকল্পের পাশাপাশি কৃষিখাতের উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থমূল্যের একটি প্রকল্পে বিনিয়োগ করার বিষয়েও আলোচনা করা হয়। ইউজিসির নেতৃত্বে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।


ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত প্রকল্পটি দেশের আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো গুণগত মানসম্পন্ন স্নাতক তৈরি করতে সক্ষম হবে।


প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সাউথ এশিয়া ডিপার্টমেন্টের হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশনের সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট রিয়টারো হায়াসি, এডিবির কনসালটেন্ট ড. মহিউদ্দিন আলমগীর, ড. অরুণ কুমার সাহা, মোঃ আলমগীর আকন্দ ও প্রফেসর মোজাহার আলী।


ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ কামাল উদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com