শিরোনাম
‘আমলাদের স্বাস্থ্যবীমার আওতায় আনার বিষয়টি বিবেচনাধীন’
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৪
‘আমলাদের স্বাস্থ্যবীমার আওতায় আনার বিষয়টি বিবেচনাধীন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবীমার আওতায় আনার বিষয়টি সরকার অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।


রবিবার মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য বীমা প্রনয়ণ বিষয়ক সেমিনারে তিনি বলেন, প্রতিবেশি দেশসহ উন্নত বিশ্বে সরকারি কর্মকর্তারা বীমা সেবায় অর্ন্তভুক্ত থাকেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের বীমায় অংশগ্রহণ করা উচিত।


সরকারি কর্মচারীদের জন্য বীমার শর্তাবলী সহজ ও স্পস্ট করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মল হক খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম।


পরে, সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি সহায়তা অনলাইন সফট্যাওয়ার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।


বিবার্তা/সাঈদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com