পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম কী হবে, জানা যাবে বৃহস্পতিবার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:০৬
পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম কী হবে, জানা যাবে বৃহস্পতিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে তার নাম আগামী বৃহস্পতিবার জানা যাবে বলে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন। ৮ এপ্রিল, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উদযাপন ও দেশের আইনশৃঙ্খলা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই।


এ সময় প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'সিলেটসহ বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়ে দায়ের করা মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'


নিরাপত্তা নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 'সারাদেশের মতো এসব ব্যবসা প্রতিষ্ঠানেও পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে।'


তিনি বলেছেন, 'চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই।'


জাহাঙ্গীর চৌধুরী বলেছেন, 'রমজান ও ঈদের সময়ের মতো দেশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।'


তিনি আরও বলেন, 'মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'বাটা ও কেএফসি লুটপাটের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। আর এমন ঘটনা যেন না ঘটে সেজন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে।'


বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের পহেলা বৈশাখের আয়োজনে বাংলাদেশের সব জাতি গোষ্ঠী অংশগ্রহণ করবে। তবে শোভাযাত্রার নাম কী হবে, তা ঠিক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে।


তিনি বলেন, আগামী ১০ এপ্রিল বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হবে চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম। অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলবে, তা ডিএমপি নির্ধারণ করবে বলেও জানান এই উপদেষ্টা।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com