সামরিক বাহিনীর ৮ সংস্থা-প্রতিষ্ঠান-স্থাপনার নাম পরিবর্তন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৭:১৫
সামরিক বাহিনীর ৮ সংস্থা-প্রতিষ্ঠান-স্থাপনার নাম পরিবর্তন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য ও তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করা ৮টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে।


রবিবার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনক্রমে এগুলো বাতিল ও নতুন নামকরণ করা হয়।


যেসব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে সেগুলো হলো-


চট্টগ্রাম নিউ মোরিং এর বানৌজা বঙ্গবন্ধুর নাম বদলে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, ঢাকার খিলক্ষেত নামাপাড়ার বানৌজা শেখ মুজিবের বদলে বানৌজা ঢাকা, কক্সবাজারের পেকুয়ার বানৌজা শেখ হাসিনার পরিবর্তে বানৌজা পেকুয়া, ঢাকা সেনানিবাসের কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বদলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার, ঢাকা সেনানিবাসের কুর্মিটোলার বঙ্গবন্ধু অ্যারোনটিকাল সেন্টার বিমান বাহিনীর বদলে বাংলাদেশ অ্যারোনটিকাল সেন্টার, যশোরের বিএএফ অ্যাকাডেমির বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের বদলে বিএএফএ কমপ্লেক্স, সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সের বদলে ডিএসসিএসসি কমপ্লেক্স এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে ঢাকার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বদলে প্রতিরক্ষা যাদুকর নামকরণ করা হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com