৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২১
৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাণিজ্য-সংস্কৃতি মন্ত্রণালয়সহ ৯ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


পদন্নতি দিয়ে যাকে যে মন্ত্রণালয়-বিভাগে সচিব করা হয়েছে- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে আলেয়া আক্তার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে মো. কামাল উদ্দিন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মো. তাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে মো. মিজানুর রহমান, সেতু বিভাগে মোহাম্মদ আবদুর রউফ, সমন্বয় ও সংস্কার- মন্ত্রিপরিধন বিভাগে জাহেবা পারহীন এবং বাণিজ্য মন্ত্রণালয়ে মাহবুবুর রহমান।


এ ছাড়া আর দুজনকে বদলির মাধ্যমে পদায়ন করা হয়েছে।


জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।


এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছিলেন, আগামী দু-এক দিনের মধ্যে নতুন কয়েকজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com