আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে ব্যবস্থা নিচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে ব্যবস্থা নিচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে সোমবার দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যে কারণে আমাকে পদত্যাগ করতে বলে সেই কারণ যদি উন্নতি করে দিতে পারি তাহলে তো পদত্যাগের প্রশ্ন ওঠে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


পদত্যাগের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার পদত্যাগের ব্যাপারে আজ প্রথম না (প্রথম দাবি না)। তারা যে কারণে আমাকে পদত্যাগ করতে বলে সেই কারণ যদি উন্নতি করে দিতে পারি তাহলে তো পদত্যাগের প্রশ্ন ওঠে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় সেই ব্যবস্থা করছি। আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হতে থাকবে।


এর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, আমি যে অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়েছিলাম সেই অবস্থা থেকে সক্রিয় হয়েছে নাকি হয়নি? এটা আপনারা (সাংবাদিক) ভালো বলতে পারবেন। পুলিশ-আনসারের অবস্থা কী ছিল? ওই অবস্থা থেকে উন্নতি হয়েছে না হয়নি এটা আপনাদের ওপর ছেড়ে দিলাম।


এ পর্যন্ত ডেভিল হান্টে যে সাড়ে ৮ হাজার গ্রেফতার করা হলো তারা কারা এবং সারাদেশেই যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে তারা কেন ধরা পড়ছে না? ডেভিল হান্ট অপারেশন শুরুর পরও অপরাধ বেড়েই চলেছে। এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ডেভিল হান্ট অপারেশনে তাদের গ্রেফতার করা হচ্ছে। তবে যেই পরিমাণ (সংখ্যক) গ্রেফতার করা উচিত সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন বাসে ডাকাতির ঘটনায় সাভার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চলতে থাকবে।


মোটরসাইকেলে করে এসে ছিনতাইয়ের ঘটনা ঘটছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোটরসাইকেলে হেলমেট ছাড়া যেন কেউ না চলে এবং দুজনের বেশি না চলে সেজন্য আমি অলরেডি নির্দেশনা দিয়েছি।


শুধু ছিনতাই নয় যে হারে নারী ধর্ষণ বেড়েছে তাতে নারীরা উদ্বিগ্ন। অভিযোগ উঠেছে, স্বরাষ্ট্র কিংবা আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে আপনি কী বলবেন? এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন (সচেতন) এবং তাদের কোনোভাবে যেন সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ আছে।


শুধু ডেভিল হান্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন নাকি অন্য অপারেশনে যাবে আইনশৃঙ্খলা বাহিনী? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, চোর-সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


যথেষ্ট চেষ্টার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না। সমস্যা কোথায়? আপনি নির্দেশ দেওয়ার পরও দৃশ্যমান উন্নতি হয়নি কেন- জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল থেকে ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com