সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী আর নেই
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৪
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক সিনিয়র সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


নিহতের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


তারা জানান, শওকত আলী আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। আসরের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।


শওকত আলী ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করেন। তিনি ২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব থেকে সরকারি চাকরি থেকে অবসরে যান। ৯ জানুয়ারি ২০০৭ সাল থেকে ৫ জানুয়ারি ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ, তিনি সহকারী অধ্যাপক হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং ঢাকার সিভিল সার্ভিস কলেজে যুক্ত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com