
এবার বাংলাদেশ রেলওয়ের তিনটি স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে।
সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের দুটি এবং পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের নাম ও কোড পরিবর্তন অনুমোদিত হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, পূর্বাঞ্চলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশনের নাম পরিবর্তন করে জগনাথগঞ্জ বাজার স্টেশন রাখা হয়েছে। স্টেশনটির বর্তমান কোড হবে জেইউজেবি। আর ময়মনসিংহ সদর উপজেলার উমেদনগর স্টেশনের নাম পরিবর্তন করে সুতিয়াখালী স্টেশন রাখা হয়েছে। স্টেশনটির বর্তমান কোড হবে এসইউওয়াই।
এ ছাড়া পশ্চিমাঞ্চলের পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের নাম পরিবর্তন করে পঞ্চগড় স্টেশন রাখা হয়েছে। স্টেশনটি পরিবর্তিত বর্তমান কোড পিসিজিএইচ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]