
সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন সংবাদের মাধ্যমে প্রকাশের প্রতিবাদ জানিয়ে ফাউন্ডেশনটি জানিয়েছে, সূচনা ফাউন্ডেশন অনেক আগেই তার অফিস পূর্বোক্ত ঠিকানা থেকে সরিয়ে নিয়েছে। সূচনা ফাউন্ডেশন ১৫ এপ্রিল থেকে তার বর্তমান অফিস থেকে কাজ করছে এবং আমরা সেখান থেকে আজ পর্যন্ত আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছি।
সূচনা ফাউন্ডেশন ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ফাউন্ডেশনটি আরো জানায়, ২৯ জানুয়ারি আমাদের নজরে এসেছে যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট টিম সূচনা ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করেছে এবং সেখানে এমন কোনও অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি। ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন সংবাদের মাধ্যমের প্রতিবেদন থেকে মনে হচ্ছে যে দুদক আমাদের পুরনো অফিস ঠিকানা ৩২ নম্বর ধানমন্ডি আর/এ এবং ৫ নম্বর ধানমন্ডি আর/এ, ঢাকা পরিদর্শন করেছে। উপরোক্ত স্থানে কোনও অফিস না থাকায়, কিছু সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া ভুলভাবে রিপোর্ট করেছে যে সূচনা ফাউন্ডেশন "অদৃশ্য" হয়ে গেছে। এই ধরনের অসাবধানতাবশত এবং ভুল প্রতিবেদন অযৌক্তিক এবং সাধারণ মানুষকে সূচনা ফাউন্ডেশন সম্পর্কে বিভ্রান্ত করার দিকে পরিচালিত করে।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযানে গিয়ে ওই প্রতিষ্ঠানের কোনো ‘অস্তিত্ব মেলেনি’ বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের উপ পরিচালক আকতারুল ইসলাম গত বুধবার সাংবাদিকদের বলেন, দুদকের সহকারী পরিচালক নওশাদ আলীর নেতৃত্বে চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজ সেবা অধিদপ্তরের দেওয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডি অফিসের ঠিকানায় অভিযান চালায়। ধানমন্ডি ৫ নম্বর রোডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুধা সদনের বাসার ঠিকানায় সূচনা ফাউন্ডেশন নিবন্ধিত। দুদক বলছে, ৫ অগাস্টের পর থেকে তালাবন্ধ ওই বাড়িতে অভিযানে সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব মেলেনি। এছাড়া বেশ কয়েকটি স্থানের কথা বলা হলেও মেলেনি ওই প্রতিষ্ঠানের হদিস।
এদিকে, প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সূচনা ফাউন্ডেশন ২০১৪ সালের ১৪ জুন সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যার লক্ষ্য ও উদ্দেশ্য হল অটিজম এবং এনডিডি আক্রান্ত শিশু এবং ব্যক্তিদের জন্য কাজ করা। মিসেস সায়মা ওয়াজেদ এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন না। এসএফ চিকিৎসক, পেশাগত থেরাপিস্ট, এএসডি আক্রান্ত শিশুদের পিতামাতা এবং সামাজিক কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যারা সত্যিকার অর্থে মনে করেন যে অটিজম আক্রান্ত শিশু এবং অন্যান্য এনডিডি আক্রান্ত শিশুরা আরও ভালোর যোগ্য। এসএফ সদস্যরা আমাদের সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি তার প্রতিশ্রুতি এবং নিষ্ঠার কারণে সর্বসম্মতিক্রমে মিসেস সায়মা ওয়াজেদকে সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মিসেস ওয়াজেদ ২০১৫ সালে সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং অটিজম এবং এনডিডি ক্ষেত্রে কাজ করে এমন বিশ্বের অন্যতম বিশিষ্ট দাতব্য সংস্থা হিসেবে সূচোনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
এতে আরো বলা হয়, মিসেস ওয়াজেদ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) -এর আঞ্চলিক পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর ১৩ জানুয়ারি ২০২৪ তারিখে চেয়ারপারসন পদ থেকে পদত্যাগ করেন। আমরা ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে আমাদের শেষ বার্ষিক সাধারণ সভা করেছিলাম এবং অটিজম এবং এনডিডি ক্ষেত্রে কর্মরত সকল পেশাদারদের নিয়ে একটি নতুন কমিশন গঠন করেছিলাম যারা তাদের দক্ষতা এবং জ্ঞানের ক্ষেত্রে অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতি এবং বিশ্বাসযোগ্যতা উপভোগ করেন। এটা সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সূচনা ফাউন্ডেশনকে রাজনৈতিকভাবে অপমান করার লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমাদের ব্যাংক এবং অন্যান্য সরকারি অফিস যাদের সাথে আমরা কাজ করছি তারা বর্তমান ঠিকানায় আমাদের অফিস স্থানান্তর সম্পর্কে ভালভাবে অবগত। পুরাতন ঠিকানা পরিদর্শন করে আমাদের বর্তমান অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত কেবল খারাপ বিশ্বাসকেই প্রতিফলিত করে না বরং আমাদের অস্তিত্ব সম্পর্কে মিথ্যা প্রচারের জন্য দায়ী সম্পর্কিত ব্যক্তির পক্ষ থেকে পেশাদারিত্বের অভাবকেও প্রকাশ করে।
ফাউন্ডেশনটি আরো জানায়, সূচনা ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য, প্রতিবন্ধী সহায়তা, গবেষণা এবং অ্যাডভোকেসি প্রচারের প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। যেকোনো প্রয়োজনীয় তদন্তের বিষয়ে যেকোনো সরকারি কর্তৃপক্ষকে রিপোর্ট করার জন্য আমরা আমাদের সকল উপলব্ধ নথিপত্র নিয়ে সর্বদা প্রস্তুত। আমাদের কাজ এবং মিশনের সঠিক উপস্থাপনা নিশ্চিত করার জন্য আপনার বোঝাপড়া এবং সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]