
জাতীয় দৈনিকে প্রকাশিত পদত্যাগের সংবাদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না, এতটুকু বলতে পারি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি। তাছাড়া আরেকটি বিষয় বলে রাখি, যদি পদত্যাগ করি তবে সেটা আনুষ্ঠানিকভাবেই করব ও সবাইকে বলব।
এ সময় আওয়ামী লীগের রাজনীতি করা নিয়েও কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের রাজনীতির সুযোগ থাকা উচিত না। তবে যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন।
হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে। তবে আন্দোলন দমন করবে না।
তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন ফ্যাসিবাদ আর না ফিরে আসে।
তথ্য উপদেষ্টা বলেন, সামাজিকতার দিক থেকে চাপ থাকলেও সরকারের জায়গা থেকে গণমাধ্যমের ওপর কোনো চাপ নেই। তবে এটাও মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবেনা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।
স্পষ্টভাষায় তিনি বলেন, শেখ হাসিনার অবশ্যই বিচার হবে। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে।
উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের প্রস্তুতি আছে। তবে বিএনপি সময় চাওয়ায় তা বিলম্ব হচ্ছে। ।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]