
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে। কীভাবে তাদের ভোটের ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের সঙ্গে আমাদের কথা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আখতার আহমেদ বলেন, ভোটারদের আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়াও, প্রবাসীদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে। কীভাবে তাদের ভোটের ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের সাথে আমাদের কথা হয়েছে।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সাথে আমরা কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি, তাতে বুঝেছি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়।
আখতার আহমেদ বলেন, তারা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সবক্ষেত্রে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]