
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে ড. খন্দকার এহসানুল কবিরকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে গত ১৮ ডিসেম্বর ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল। এখন তার স্থলাভিষিক্ত হলেন এহসানুল কবির।
উল্লেখ্য, ড. খন্দোকার এহসানুল কবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]