
সীমান্তের দেড়শ গজের মধ্যে ভারত কোনভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।
সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, বিজিবি ও জনগণের প্রতিরোধের মুখে নওগাঁ ও লালমনীর হাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে তারা ব্যর্থ হয়েছে। দুই-একদিনের মধ্যেই ভারতের হাইকমিশনারকে ডেকে ব্যাখ্যা চাইবে মন্তন্ত্রণালয়।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি, কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]