উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৯
উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৯০ নম্বর রোডে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল হোসাইনসহ ঢাকা উত্তর সিটির আরও কয়েকজন কর্মকর্তা ৯০ নম্বর রোডে রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে অস্থায়ীভাবে করা ব্যাডমিন্টন কোর্টে খেলছিলেন। তখন হেলমেট পরিহিত একজন সেখানে গিয়ে মকবুল হোসেনকে ডেকে নেন। ওই লোক মকবুল হোসেনের কাঁধে হাত রেখে কথা বলতে বলতে কার্যালয়ের বাইরে রাস্তার দিকে নিয়ে যান। কিছুক্ষণ পর মকবুল হোসাইন আহত অবস্থায় সবাইকে ডাকাডাকি করলে অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম বলেন, চিকিৎসকরা জানিয়েছেন আপাতত রক্ত বন্ধ করার জন্য ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরের কোথাও বড় জখম আছে কি না, রক্তনালী কেটেছে কি না এসব জানতে বুধবার সকালে তার অস্ত্রোপচার করা হবে। তার ডান কাঁধের নিচে, ডান হাতে কনুইয়ের নিচে এবং বুকে তিন জায়গায় ছুরির আঘাত আছে।


এ বিষয়ে ঢাকা উত্তর সিটির সচিব (প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তাকে থানায় গিয়ে আইনগত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com