
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৭ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৯৮ ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এ মামলা করা হয়।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে মামলাগুলো করা হয়। এতে ব্যাংকে প্রায় ৭ হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের কথা উল্লেখ করা হয়।
এছাড়া ২০ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিপুর স্ত্রী সীমা হামিদের বিরুদ্ধে ৬ কোটি ৯৪ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গত ২২ আগস্ট নসরুল হামিদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে। ওই দিন যৌথ বাহিনী তার প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালায়। অভিযানে ‘প্রিয় প্রাঙ্গণ’ নামে ভবনের ভিতরে থাকা বেশ কয়েকটি ভল্ট থেকে নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা (প্রায় ১০ লাখ টাকা ও ২০০ তুর্কি মুদ্রা), অস্ত্র-গুলি এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]