
পৌষের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের কয়েক জায়গায় ‘শৈত্যপ্রবাহে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে কমবে তাপমাত্রা।
এছাড়া নতুন বছরের জানুয়ারি মাসের শুরুতে শৈত্যপ্রবাহ বিস্তৃত হবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
সোমবার (২৩ ডিসেম্বর সকালে তিনি বলেন, তাপমাত্রা এখন হালকা কমার দিকে যাবে। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহ থাকবে।
ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
শ্রীমঙ্গলে পারদ নেমেছে
সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে।
আর দেশের সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।
আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
গত সোমবার রাতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, সেটি সুস্পষ্ট লঘুচাপ দশা পেরিয়ে শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়। তবে ধীরে ধীরে তা দুর্বল হয়ে ফের লঘুচাপে পরিণত হয়েছে।
এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার/বুধবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]