ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক বুধবার
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬
ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক বুধবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ বাকি চার নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বুধবার (৪ ডিসেম্বর) বৈঠকে বসবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


এতে উল্লেখ করা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের জন্য বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সময় দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।


উল্লেখ্য, গত ২১ নভেম্বর সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com