'রাজনৈতিক কারণে পুলিশ জনতার মুখোমুখি দাঁড়িয়েছিল'
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১
'রাজনৈতিক কারণে পুলিশ জনতার মুখোমুখি দাঁড়িয়েছিল'
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, রাজনৈতিক কারণে পুলিশের একটি বড় অংশ জনতার মুখোমুখি দাঁড়িয়েছিল। যার খেসারত পুলিশকে দিতে হয়েছে। ভবিষ্যতে দেশের জনগণ যেমন পুলিশ বাহিনী দেখতে চাইবে, তেমন পুলিশই হবে ইনশাল্লাহ। দেশের ছাত্র-জনতা দীর্ঘদিন পর একসাথে হয়েছে, কোনোভাবে বিভেদ সৃষ্টি করা যাবেনা। আপনারা বিভেদ সৃষ্টি করলে ওরা খুশি হবে, উল্লাস করবে। সেই সুযোগ দিবেন না।


২ ডিসেম্বর, সোমবার বিকেলে ছাগলনাইয়া থানা চত্বরে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশ এসব কথা বলেন তিনি।


ডিআইজি আহসান হাবীব বলেন, যারা বিগত সময়ে মিথ্যা মামলার শিকার হয়েছে, সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে, তবে ছাত্র জনতার ওপর হামলাকারীদের সাথে কোনো আপস হবেনা। সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি ছাগলনাইয়াবাসীর প্রতি আহ্বান জানান।


পুলিশ সুপার হাবিবুর রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, উপজেলা জামায়াতের আমীর আজাদ হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিরাজ হোসেন ও ফরহাদ হোসেন প্রমুখ।


এ সভায় সঞ্চালনা করেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com