ডিসেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস, আসতে পারে শৈত্যপ্রবাহ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩
ডিসেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস, আসতে পারে শৈত্যপ্রবাহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে চলতি ডিসেম্বরেও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া এই মাসের দ্বিতীয়ার্ধে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ আভাস দিয়েছে।


দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, পুরো মাসজুড়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।


তাছাড়া দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। আর ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা কমে হতে পারে ৮-১০ ডিগ্রি সেলসিয়াস। আর মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা কমে হতে পারে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস।


দেশজুড়ে কুয়াশার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ মাসে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে ডিসেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।


কৃষি আবহাওয়ার বিষয়ে জানানো হয়েছে, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন হবে ২ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৫০ মিলিমিটার। আর গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৬ দশমিক ৫০ থেকে ৮ দশমিক ৫০ ঘণ্টা থাকতে পারে।


উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে শনিবার (৩০ নভেম্বর) রাতে ভারত ও শ্রীলঙ্কায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। অক্টোবরে ঘূর্ণিঝড় ডানা ওড়িষ্যা উপকূলে আঘাত হানে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com