পিঠা শুধু খাবার নয়, ঐতিহ্যেরও প্রতীক: হাসান আরিফ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬
পিঠা শুধু খাবার নয়, ঐতিহ্যেরও প্রতীক: হাসান আরিফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, আমাদের কাছে পিঠা শুধু একটি খাবার নয়, এটি রন্ধন শিল্প, ঐতিহ্য এবং আনন্দের সংমিশ্রণ আর উদ্‌যাপনের প্রতীক।


তিনি বলেন, খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। এর মাঝে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারী সমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়।


রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ের পর্যটন ক্যাফেটোরিয়াতে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত ‘পিঠা উৎসবের’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।


ভূমি উপদেষ্টা বলেন, যান্ত্রিক সভ্যতার এই ইট-কাঠের নগরীতে হারিয়ে যেতে বসেছে পিঠার ঐতিহ্য। সময়ের স্রোত গড়িয়ে লোকজ এই শিল্প আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেও এ যুগে সামাজিকতার ক্ষেত্রে পিঠার প্রচলন অনেকটাই কমে এসেছে।


মুখরোচক খাবার হিসেবে পিঠার স্বাদ গ্রহণ ও নতুন প্রজন্মের কাছে পিঠাকে আরও পরিচিত করে তুলতে ‘পিঠা উৎসব’ কার্যকর পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা হাসান আরিফ।


এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


তিন দিনব্যাপী এই উৎসবে নানা ধরনের পিঠার স্বাদ স্বল্পমূল্যে গ্রহণ করা যাবে।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com