
পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এসময় পলিথিন উৎপাদনের ক্ষেত্রে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
২৯ নভেম্বর, শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে তপন কুমার বিশ্বাস এ কথা জানান।
তিনি বলেন, কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা ঘোষণা করেছি ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে সব মহল থেকে আমরা আন্তরিক সহযোগিতা পাচ্ছি। একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। যার আহ্বায়ক আমি। আমরা নিয়মিত বিষয়টি মনিটরিং করছি। আমাদের কাজ হচ্ছে সচেতনতামূলক কাজ পরিচালনা করা। অর্থাৎ বিভিন্ন শপিংমল, মার্কেটে গিয়ে দোকানদার, ক্রেতা, সার্বিকভাবে জনগণকে সচেতন করা। আমরা সবার কাছ থেকে আন্তরিক সাড়া পাচ্ছি। এটি যে ক্ষতিকর তা সবাই স্বীকার করে নিচ্ছেন।
তিনি বলেন, এ পর্যন্ত সারা দেশে ১৬৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ৪০ হাজার ৬০৮ কেজির পলিথিন ব্যাগ উদ্ধার করার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ধরনের সচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে পলিথিন ব্যাগ ব্যবহারের বিকল্প নিয়ে কাজ চলছে।’
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]