সচিব আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসর
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ২০:৩১
সচিব আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সচিব মো. আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুস সবুর মণ্ডলের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার তাকে অবসর দিয়েছে।


আব্দুস সবুর বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com