'৮ মাসে কুকি-চিনের হামলায় ৭ সেনাসদস্য নিহত'
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:২৭
'৮ মাসে কুকি-চিনের হামলায় ৭ সেনাসদস্য নিহত'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বান্দরবানের পাহাড়ি এলাকায় গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আট মাসে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) আক্রমণে সাত সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান এই তথ্য প্রকাশ করেন।


তিনি বলেন, এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে কেএনএ এর ১৭৯ সদস্যকে গ্রেপ্তার করেছে এবং ৬০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। গত ১৩ নভেম্বর থেকে চলমান অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।


কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে যেসব চক্রান্ত হচ্ছে, সেগুলো রুখতে জনগণকে সতর্ক থাকতে হবে এবং শিক্ষার্থীদেরও আন্দোলনের বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com