আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ২১:২৬
আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।


২৭ নভেম্বর, বুধবার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত। পরে তার ভক্ত ও অনুসারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম জেলা জজ আদালতের অদূরে রঙ্গম সিনেমার কাছাকাছি স্থানে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের হাতে নবীন আইনজীবী সাইফুল ইসলাম দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের শিকার হন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।


‘এমন ঘটনায় নিরপরাধ কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে ব্যাপারেও সচেতন ভূমিকা পালনের জন্য প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে। পরিষদ এ ব্যাপারে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।’


বিবৃতিতে আরও বলা হয়, গত ২৫ নভেম্বর প্রভু চিন্ময়কে ঢাকা বিমানবন্দরে আটকের প্রতিবাদে শাহবাগ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রমেন রায়ের মাথায় গুরুতর জখমের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীন রমেন রায়ের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।


‘দেশের চলমান পরিস্থিতিকে অধিকতর অস্থিতিশীল করার লক্ষ্যে বিশেষ মহল সাম্প্রদায়িক উসকানি প্রদানের পাশাপাশি সম্প্রীতি বিনষ্টের অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এদের চিহ্নিত করে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার, প্রশাসন ও শান্তি প্রিয় ধর্মপ্রাণ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।’


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com