সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ২১:০৮
সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। একইসঙ্গে সবাইকে শান্ত থাকতে বলেছেন।


২৭ নভেম্বর, বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।


শফিকুল আলম বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টাও বলেছেন জাতির একতা চান।


চট্টগ্রামের ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে প্রেসসচিব বলেন, ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছেন বলেও জানান তিনি।


বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে আরো ছিলেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com