'শ্রমিক সমস্যা সমাধানে জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আছি'
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৫:২৫
'শ্রমিক সমস্যা সমাধানে জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আছি'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের সমস্যা ও সংকট সমাধানের জন্য জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আছি।


বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালন, প্রশিক্ষণ ও গবেষণা নীতিমালাসমূহ চূড়ান্তকরণ বিষয়ক অংশীজন কর্মশালায় এ কথা বলেন তিনি।


এসময় শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি। মালিক বা সরকার হোক, দাবি বাস্তবায়নে কাজ করবো। শ্রমিকদের কাছে একটু সময় চাই। সমস্যা সমাধানে কাজ করব। কথা বলতে চাই। জীবনের রিস্ক নিতে হলেও আমি নেব।


বিশ্বের বড় প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের বিভিন্ন সুবিধা দেয় উল্লেখ করে তিনি বলেন, বড় প্রতিষ্ঠানগুলোর শ্রমিকরা যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসুবিধা পায়। চাকরির নিশ্চয়তাও পায়। ফলে হরহামেশাই সেখানে ধর্মঘট বা আন্দোলন হয় না।


সাখাওয়াত হোসেন বলেন, আমরা উদ্যোক্তা তৈরি করেছি টাকার জন্য। অনেকে দেশের টাকা নিয়ে বিদেশে চলে গেছে। জনগণের টাকা নিয়ে, মার্সিডিজে চড়ে হাওয়া হয়ে গেছে। যাদের মায়া আছে দেশের প্রতি তাদের উদ্যোক্তা হিসেবে দরকার।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com