জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে সিএমএইচ হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের পর তার মৃত্যু হয়।
মো. আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি যশোরের বেনাপোলে বলে জানান সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম।
স্বজনরা জানান, গত জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের গুলি আব্দুল্লাহর মাথায় লাগে। গুলিবিদ্ধ হয়ে গত তিন মাস সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতালে) নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর আজ ভোরে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]