কপ-২৯ সম্মেলন
দেশের জলবায়ু সংকট তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৪৬
দেশের জলবায়ু সংকট তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজারবাইজানের বাকুতে কপ-২৯ সম্মেলনে বাংলাদেশের কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের নেতাদের দেশের জলবায়ু সংকট তুলে ধরতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।


সোমবার (১১ নভেম্বর) জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে আজারবাইজানে পৌঁছার পরপরই তিনি এ আহ্বান জানান।


তিনি বাকুর একটি হোটেলে সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধিদলকে বলেন, আমাদের প্রধান প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ ও দাবিগুলো কপ ২৯-এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা।


বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন।


তিনি বলেন, বাংলাদেশ শীর্ষ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও প্রশমন এবং শুধু রূপান্তর ও অভিযোজন প্রক্রিয়াসহ সব প্রধান ক্ষেত্রে আলোচনার জন্য নয়টি দল গঠন করেছে। তিনি বলেন, বাংলাদেশের অন্তত ২৯টি এনজিও এবং সুশীল সমাজ গোষ্ঠী কপ-২৯ এ যোগ দিচ্ছে।


তিনি বলেন, গ্লোবাল নর্থের ধনী দেশগুলোর আশ্বাস সত্ত্বেও বাংলাদেশ এ পর্যন্ত ৩৪৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ জলবায়ু অর্থায়ন হিসেবে পেয়েছে।


এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাকু পৌঁছান।


তিনি মঙ্গলবার (১২ নভেম্বর) কপ-২৯ এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং অন্তত তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com