'চীন ও ভারতের প্রকল্প বাস্তবায়নে মোংলা বন্দরের চেহারা পরিবর্তিত হবে'
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৩১
'চীন ও ভারতের প্রকল্প বাস্তবায়নে মোংলা বন্দরের চেহারা পরিবর্তিত হবে'
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চীন ও ভারতের প্রকল্প বাস্তবায়ন হলে মোংলা বন্দরের চেহারা আগামী দুই বছরের মধ্যে পরিবর্তিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।


৬ নভেম্বর, বুধবার সকাল ১০টায় মোংলা বন্দর জেটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।


উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ৭০/৭৫বছরের পুরানো মোংলা পোর্ট। এ পোর্টটি তেমনভাবে প্রচারিত নয়। এর অনেক ভবিষ্যৎ আছে। কিন্তু ভবিষ্যতের জন্য এ পোর্টটি যেভাবে তৈরি করার কথা এতো দিনে এখনও তা হয়নি। এখানে কন্টেইনার টার্মিনাল নেই। অতি দ্রুত একটি চুক্তি হতে যাচ্ছে চায়নার সাথে। এ চুক্তির কাজ দুই বছরের মধ্যে শেষ হবে। ফলে এখানে কন্টেইনার টার্মিনাল হবে, তাতে চট্টগ্রামের উপর চাপ কমবে।


তিনি আরও বলেন, ভুটান-নেপালের জন্য মোংলা বন্দর খুবই উপযোগী। কারণ এখানে সড়ক, নৌ ও রেলপথ বিদ্যমান রয়েছে। মোংলা বন্দরকে ঘিরে আখাউড়া ও বাল্লা স্থল বন্দর সচল করা হচ্ছে। ভারতের অর্থায়নেও মোংলা বন্দরের উন্নয়ন করা হবে। চীন ও ভারতের উন্নয়ন প্রকল্প দুইটি বাস্তবায়ন হলে মোংলা বন্দরের চেহারা আগামী দুই বছরের মধ্যে পরিবর্তিত হবে।


এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. শাহীন রহমানসহ বন্দরের অন্যান্য পদস্থ কর্মকর্তারা।


এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন মোংলা বন্দর পরিদর্শনে আসেন। ওই দিন তিনি বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বন্দরের পশুর চ্যানেল পরিদর্শন করেন। বুধবার (৬ নভেম্বর) সকালে তিনি বন্দরের ভিটিএমআইএস, বন্দর জেটি ও ওয়েস্ট ম্যানেজমেন্ট এরিয়া পরিদর্শন করেন।


বিবার্তা/জাহিদ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com