ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ যৌক্তিক নয় : ধর্ম উপদেষ্টা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৫:৫৬
ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ যৌক্তিক নয় : ধর্ম উপদেষ্টা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্মবলম্বীরা নির্যাতিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পাটির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা যৌক্তিক নয় বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।


৩ নভেম্বর, রবিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন ।


ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন এসময় আরও বলেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা লোকজন সবাই নিরাপদে আছে সম্প্রতি তারা বাংলাদেশে দুর্গাপূজা নিরাপদে পালন করেছেন সরকার তাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন তাদের ধর্ম চর্চায় কোন বাধা নেই। তাদের কিছু দাবি আছে তা সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন তিনি নির্বাচনী প্রচারণার জন্য ভোট পাওয়ার জন্য বলেছেন। আমরা তার কথার সাথে একমত পোষণ করি না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অন্য কেউ নির্বাচিত হলেও বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হবে না। মিস আন্ডারস্টেন্ডিং যেগুলো থাকে সেগুলো আলোচনার মধ্যে সমাধান করা হবে। ডোনাল্ড ট্রাম্প আগেও ক্ষমতায় ছিল। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সর্ম্পক অনেক পুরানোও, বলেন তিনি।


এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসিুফ রমাদান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমানসহ আরো অনেকে।


বিবার্তা/বাশার/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com