মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠছে
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫২
মধ্যরাত থেকে ইলিশ ধরার  নিষেধাজ্ঞা উঠছে
বিবার্তা ‍প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাগর পাড়ে সুনশান নীরব ঘাটগুলো হয়ে উঠছে কর্মচঞ্চল। ইলিশের প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩ নভেম্বর) মধ্যরাতে। রাত ১২টার পর সবাই নদীতে নেমে পড়বেন মাছ শিকারে। এরই মধ্যে জাল-ট্রলার ও ট্রলারের ইঞ্জিন মেরামত শেষ করে মাছ ধরার সব প্রস্তুতি নিয়েছেন তারা।


মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে আজ (৩ নভেম্বর) পর্যন্ত ৬টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এ সময় নদী ও সাগরে মাছ শিকার, পরিবহন, মজুত, কেনা-বেচা ও বিনিময় নিষিদ্ধ করে মৎস্য অধিদফতর।


জাল, নৌকাসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুত চাঁদপুরের অন্তত ৪৮ হাজার জেলে। দীর্ঘদিন পর নদীতে নেমে কাঙ্ক্ষিত মাছ ধরার আশা তাদের।


জেলেরা জানান, ট্রলার মেরামত, নতুন জাল তৈরি ও পুরনো জাল সেলাইসহ সমুদ্রে মাছ ধরার সব প্রস্তুতি এরইমধ্যে শেষ করা হয়েছে। এরইমধ্যে সাগরে ৮ থেকে ১০ দিন অবস্থান করার মতো খাবারও প্রস্তুত করা হয়েছে।


নদীতে নামার অপেক্ষায় শরীয়তপুরের জেলেরাও। সেখানে মাছ ধরা বন্ধ ছিল নাওডোবা থেকে গোসাইরহাটের মাঝের চর পর্যন্ত পদ্মা ও মেঘনার ৮০ কিলোমিটার এলাকায়।


মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মৎস্য কর্মকর্তারা বলছেন, এবার মাছের উৎপাদন আরও বাড়বে।


লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, আশা করছি, আমরা এ বছর সফল হয়েছি। জেলেরা প্রচুর মাছ পাবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com