
সেন্টমার্টিন কোনো দেশের কাছে লিজ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।
সম্প্রতি ফেসবুকে সুশান্ত দাস গুপ্ত নামের এক ব্যক্তির সেন্টমার্টিন নিয়ে এক পোস্ট দেয়ার পর প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ এ তথ্য ‘গুজব’ বলে জানিয়েছে।
ফ্যাক্ট চেকিং পেজ থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩ সাল) ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল। ওই টকসের সঙ্গে সেন্টমার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব।
সেন্টমার্টিন লিজ দেয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।
অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে, সেন্টমার্টিন অন্য কোনো দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেয়ার পরিকল্পনা তাদের নেই।
উল্লেখ্য, সুশান্ত দাশ গুপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি লন্ডন এবং বাংলাদেশে থেকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছেন। এর মধ্যে তিনি সবচেয়ে বেশি ডিজিটাল মাধ্যমের প্রচারণায় জড়িত।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]