অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ : প্রধান উপদেষ্টা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৬:৩৮
অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ : প্রধান উপদেষ্টা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশ’র অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ।


তিনি ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে এক বাণীতে এ কথা বলেন।


১ নভেম্বর, শুক্রবার প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় যুব দিবস- ২০২৪’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস এ উপলক্ষ্যে দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


দিবসের এবারের প্রতিপাদ্য- ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও মন্তব্য করেন।


‘আমাদের অদম্য যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে’- এ কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছে।


তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সকল পর্যায়ের যুব ঋণের সিলিং বৃদ্ধি করা হয়েছে। সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।


ড. ইউনূস বলেন, যুবদের কল্যাণে যুব কল্যাণ তহবিল’র কার্যক্রম চলমান রয়েছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব সৃষ্টি, প্রতিভা বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সাভারে ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’-এর কার্যক্রমও বেগবান করা হয়েছে।


প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করেন, ‘জাতীয় যুব দিবস-২০২৪’ পালনের মাধ্যমে এ দেশের সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরো বেশি সচেতন হবে।


তিনি ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com