
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, আমরা অল্প সময়ের জন্য দায়িত্বে আছি। এরপর যারা দায়িত্ব পাবেন তারা অবশ্যই দীর্ঘ সময় পাবেন। আমরা এই অল্প সময়ে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে কাজ করছি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন কোনো বৈষম্য তৈরি করতে না পারেন।
সাম্প্রদায়িক সম্প্রতি ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে ওলামা কেরামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, দেশকে ভালোবাসতে হবে। যারা দেশের টাকা বিদেশে পাচার করেন তারা দেশ প্রেমিক হতে পারে না। কোনো আলেম দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে বাড়ি ঘর নির্মাণ করে নাই বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হজ ও ওমরাহ নিয়ে কাজ করছে। গত বছরের তুলনায় এবার হজ ও ওমরাহর খরচ কমানো হবে। কত কমানো হবে এখনই বলছি না। খুব অল্প সময়ে দুটি হজের প্যাকেজ ঘোষণা করা হবে। তাই আগামীতে সরকারি ব্যবস্থায় হজ পালনের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। আলেম-ওলামাদের উদ্দেশ্যে ধর্ম তিনি বলেন, আপনারা সবসময় যিকির-আযকারের মধ্যে থাকবেন। কারণ দোয়া সবচেয়ে বড় ইবাদত। দোয়ার মাধ্যমে আপনার-আমার ভাগ্য পরিবর্তন হতে পারে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় দিনাজপুরের হাকিমপুর হিলি আল্ জামিয়াতুল ইসলামিয়া আল্ আনওয়ারুল উলুম মাদ্রাসা আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রতি ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে ওলামা কেরামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দু'আ মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি সভায় যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূর-এ-আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি আ. ন. ম. নিয়ামত উল্লাহ, হিলি কাস্টমস ডেপুটি কমিশনার নার্গিস পারভীন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল ইসলাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুজন মিয়া, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলামসহ আরও অনেকে।
পরে বিকেল ৪.৩০ মিনিটে ধর্ম উপদেষ্টা হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট, জিরো পয়েন্ট, কাস্টমস ও হিলি বেসরকারি পানামা পোর্ট পরিদর্শন করে বিরামপুর ওলামা মাশায়েখদের আলোচনা সভায় যোগ দেন। উদ্দেশ্য রওনা দেন।
বিবার্তা/রববানী/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]