
উপদেষ্টা পরিষদে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
২৭ অক্টোবর, রবিবার সচিবালয়ে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’-এর বাস্তবায়ন সংক্রান্ত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করা হবে। ওই ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রপতি থাকবেন, নাকি থাকবেন না। ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে, তখন প্রক্রিয়াও গঠন করা হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করা হবে না, আবার দীর্ঘদিন ঝুলিয়েও রাখা হবে না। রাজনৈতিক দলের মধ্যে দ্রুত ঐকমত্য তৈরির চেষ্টা চলছে, তারপরই সব বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, প্রয়োজন ছিল বলেই তখন এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ায় কোনো সমস্যা হয়নি। আর কেউ আলোচনারও সুযোগ পাননি যে কার কাছে শপথ নেওয়া হবে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]