'রাষ্ট্রপতির অপসারণ নিয়ে রাজনৈতিক ঐকমত্য হওয়া পর্যন্ত অপেক্ষা'
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৫:১৬
'রাষ্ট্রপতির অপসারণ নিয়ে রাজনৈতিক ঐকমত্য হওয়া পর্যন্ত অপেক্ষা'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রপতির পদচ্যুতির প্রশ্নে সিদ্ধান্তে পৌঁছাতে রাজনৈতিক ঐকমত্য হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটা একটা বড় সিদ্ধান্ত। এটাতে আমাদের যেমন তাড়াহুড়ো করার সুযোগ নেই, তেমনই অতিরিক্ত বিলম্ব করার সুযোগ নেই। রাজনৈতিক ঐকমত্য যেহেতু গড়ার চেষ্টা করা হচ্ছে, ওইটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।


২৭ অক্টোবর, রবিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতির বিষয়টা এমন- এখানে গোপনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। যখন একটা সিদ্ধান্ত হবে, সেটা হবে প্রকাশ্যে।


তিনি বলেন, এখন রাজনৈতিক ঐক্য যত তাড়াতাড়ি হবে, তার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। সিদ্ধান্ত কী হবে তা আমি বলতে পারব না। কারণ রাজনৈতিক ঐক্য কোন দিকে যাবে, মতামত কোন দিকে বেশি যাবে- সেটা তো আমি বলতে পারব না। এ মুহূর্তে কারো প্রেডিক করাও সম্ভব না।


রাষ্ট্রপ্রধানের পদত্যাগের দাবিতে সম্প্রতি বিভিন্ন পক্ষের তরফে যে দাবি উঠেছে, সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে বিএনপি তাদের অবস্থান তুলে ধরার ঘোষণা দিয়েছে।


রিজওয়ানা হাসান বলেন, বিএনপি বলেছে- তারা রাজনৈতিক সংকট দেখছে; আবার বিএনপিরই দুই-একজন নেতা বলছেন, তারা সে সংকট দেখছেন না। এখন যারা দাবি করছে তার অপসারণ দরকার এবং যারা বলছে এটা হলে রাজনৈতিক সংকট হবে- মূলত ঐক্যটা তাদের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে।


আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি হওয়া মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ায় অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হয় কি না, এমন প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, প্রশ্নবিদ্ধ হয় না। ডকট্রিন অব নেসেসিটি বলে একটা কথা শুনেছেন- এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত একটা মতবাদ; সাংবিধানিক ধারাবাহিকতাই ছিল আমাদের একমাত্র অপশন।


চলমান সংলাপের বিষয়ে তিনি বলেন, হয়তো সকলের সাথে কথা বলার প্রয়োজন নেই। যারা মনে করে অপসারণ বা পদত্যাগ প্রয়োজন বনাম যারা মনে করে অপসারণ সংকট হবে- আলোচনাটা মূলত তাদের মধ্যে হবে।


উপদেষ্টা রিজওয়ানা বলেন, এখন উপদেষ্টা পরিষদ ক্লিয়ার করেছে যে- রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। রাজনৈতিক ঐক্যের ফল কী হবে সেটা না জেনে আগে মন্তব্য করা যাবে না। রাজনৈতিক ঐকমত্য যেহেতু গড়ার চেষ্টা করা হচ্ছে, ওইটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com