দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগে দুটি টি-টোয়েন্টি খেলে দুটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে সে প্রেরণা নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হলো নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু আগের দুই জয়ের প্রেরণা আর আজ কাজে আসেনি। ভারতের কাছে ৮৬ রানের বড় ব্যবধানেই হারতে হলো টাইগারদের।
৯ অক্টোবর, বুধবার ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ৮৬ রানের বিশাল ব্যবধানে। টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার এটি। সব মিলিয়ে ভারতের এর চেয়ে বড় জয় আছে কেবল দুটি।
২২২ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৩৫ রানে আটকে যায় সফরকারীদের ইনিংস। তিন ম্যাচের সিরিজ ২-০তে নিশ্চিত করল ভারত।
দেশের মাটিতে এ নিয়ে টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকল ভারত। এই ১৬ সিরিজের ১৪টিই জিতেছে ভারত, ড্র হয়েছে অন্য দুটি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৩৯ বলে ৩ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেছেন মাহমুদউল্লাহ। বাকিদের কেউ ২০ স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রান এসেছে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ-মিরাজ জুটি থেকে।
ভারতের ইনিংসে মোট ছক্কা ছিল যেখানে ১৫টি, বাংলাদেশের ইনিংসে মাত্র ৪টি।
সাতজন বোলার ব্যবহার করেছেন ভারতীয় অধিনায়ক। উইকেট বিমুখ হতে হয়নি কাউকেই। প্রত্যেকেই পেয়েছেন উইকেটের দেখা। দুটি করে নিয়েছেন বরুণ চক্রবর্তী ও নীতিশ কুমার রেড্ডি।
ব্যাট হাতেও বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন নীতিশি। ৩৪ বলে খেলেন ৪টি চার ও ৭ ছক্কায় ৭৪ রানের বিস্ফোরক ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান (২৯ বলে) করেন রিঙ্কু সিং।
চিত্রনাট্য অবশ্য ভিন্নও হতে পারত। দুইবার জীবন পান নীতিশ। একবার উইকেটের পিছনে ক্যাচ ছাড়েন লিটন। পরে আম্পায়ার্স কলে বেঁচে যান নিশ্চিত এলবিডব্লিউ থেকে। মাহমুদউল্লাহর করা ওই ওভারেই ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে হাত খোলেন নীতিশ। অষ্টম ওভারে প্রথম ছক্কার দেখা পায় ভারত।
এরপর চলতে থাকে তাণ্ডব। ৪১ রানে ৩ উইকেট হারানোর পর রিঙ্কুকে নিয়ে গড়েন ৪৯ বলে ১০৮ রানের জুটি। শেষ দিকে ১৯ বলে ৩২ রান করেছেন পান্ডিয়া। ৬ বলে ১৫ রান রিয়ান পরাগের।
শেষ ওভারে ৭ রানে ৩ উইকেট তুলে নেন রিশাদ। তবে সব মিলিয়ে ৪ ওভারে তার খরচ ৫৫ রান। তানজিম ৪ ওভারে ৫০ রান দিয়ে নেন ২ উইকেট।
দারুণ বোলিং করেছেন তাসকিন। ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। ৩৬ রানে ২টি নেন মুস্তাফিজও। ৩ ওভারে ৪৬ রান দিয়ে উইকেটশূন্য মিরাজ।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী শনিবার, হায়দরাবাদে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২২১/৯ (স্যামসন ১০, আভিশেক ১৫, সুরিয়াকুমার ৮, নিতিশ ৭৪, রিঙ্কু ৫৩, পান্ডিয়া ৩২, পারাগ ১৫, সুন্দার ০*, ভারুন ০, আর্শদিপ ৬, মায়াঙ্ক ১*; মিরাজ ৩-০-৪৬-০, তাসকিন ৪-০-১৬-২, তানজিম ৪-০-৫০-২, মুস্তাফিজ ৪-০-৩৬-২, রিশাদ ৪-০-৫৫-৩, মাহমুদউল্লাহ ১-০-১৫-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৯ (পারভেজ ১৬, লিটন ১৪, শান্ত ১১, হৃদয় ও, মিরাজ ১৬, মাহমুদউল্লাহ ৪১, জাকের ১, রিশাদ ৯, তানজিম ৮, তাসকিন ৫*, মুস্তাফিজ ১*; আর্শদিপ ৩-০-২৬-১, নিতিশ ৪-০-২৩-২, সুন্দার ১-০-৪-১, ভারুন ৪-০-১৯-২, আভিশেক ২-০-১০-১, মায়াঙ্ক ৪-০-৩০-১, পারাগ ২-০-১৬-১)
ফল: ভারত ৮৬ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ২-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: নীতিশ কুমার রেড্ডি
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]