
পাচার হওয়া টাকা দিয়ে পতিত ফ্যাসিস্টরা সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি কিনে রেখেছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
৫ অক্টোবর, শনিবার রাতে তার ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
আসিফ মাহমুদ তার ফেসবুকে লিখেন, “বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি পর্যন্ত কিনে রেখেছে পতিত ফ্যাসিস্টরা। পাচারকৃত অর্থের একটা বড় অংশই ইনভেস্ট হয়েছে সেখানে।”
এর আগে গেল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা তার ফেসবুকে লিখেছিলেন, “যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরকেও আমি ফ্যাসিবাদের রক্ষা কর্তা হিসেবেই বিবেচনা করবো।
রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নীচ কাজে লিপ্ত হয়ে পড়েছেন রক্তের দাগ শুকানোর আগেই। এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসে আপনাদেরকেও এভাবেই মনে রাখা হবে। নাৎসি পার্টির ভবিষ্যৎ কি হয়েছিল? অথচ বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিবাদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে।”
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]