আন্তর্জাতিক কর্মশালায় বক্তারা
সাংবাদিকরা মধ্যস্থতাকারী হিসেবে বহুমাত্রিক কাজ করতে পারেন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৬:৫২
সাংবাদিকরা মধ্যস্থতাকারী হিসেবে বহুমাত্রিক কাজ করতে পারেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বর্তমান সমাজে শান্তি স্থাপনে মধ্যস্থতা একটি কার্যকরী পদ্ধতি। এই পদ্ধতি মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।


৫ অক্টোবর, শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে মেডিয়েশন (মধ্যস্থতা) ও সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালায় আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস), বাংলাদেশ ইন্ডিয়া-মেডিয়েটর্স ফোরাম ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) যৌথভাবে এ আয়োজন করে।


কর্মশালায় বক্তারা বলেন, সমাজে সাংবাদিকদের কাজ হলো জনসাধারণকে অবহিত করা। সাংবাদিকরা বর্তমান ঘটনা, রাজনীতি, সামাজিক সমস্যা এবং আরও অনেক বিষয় সম্পর্কে মানুষের কাছে তথ্য সরবরাহ করে থাকেন। তারা একটি পাবলিক ফোরামে মিডিয়া আউটলেট হিসাবে কাজ করে বিভিন্ন কণ্ঠস্বর, মতামত এবং গণতান্ত্রিক বিতর্ক প্রচার করে থাকেন। আর মধ্যস্থতাকারী হিসেবেও সাংবাদিকরা কাজ করতে থাকেন। মধ্যস্ততা সমাজে প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তারা মেডিয়েটিরদের সঙ্গে বহুমাত্রিক কাজ করতে পারেন। সেটা সমাজে মেডিয়েশনের সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতে রোধে সরকারের সহায়ক হিসেবে ভূমিকা পালন করে।


কর্মশালায় বাংলাদেশ ইন্ডিয়া মেডিয়েটর ফোরামের চেয়ারম্যান অধ্যাপক জর্জ ভিক্টর বলেন, ‘মধ্যস্থতাকারী হিসেবে সাংবাদিকরা প্রায়ই বিভিন্ন সমস্যার ওপর একাধিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। সাংবাদিকরা মধ্যস্থতাকারী হিসেবে সংঘর্ষের কারণ নির্ণয়, উত্তেজনা বৃদ্ধি এড়ানোতেও কাজ করতে পারেন।’


ভারসাম্যপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসাবে সাংবাদিকরা কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিবাদমান পক্ষের মধ্যে সংলাপের জন্য জায়গা তৈরি, ঘটনার সত্যতা যাচাই এবং ভুল তথ্য চিহ্নিত করে বিবাদ দূর করা, ঘটনার অনুসন্ধান করে সঠিক তথ্য জনসাধারণের মাঝে প্রচারে ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা।’


তিনি আরও বলেন, ‘বিরোধী পক্ষের সাক্ষাৎকার নিয়ে এবং বিতর্কের সুযোগ দিয়ে দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন সাংবাদিকরা। মধ্যস্থতাকারী হিসেবে সামাজিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিকরা স্থানীয় দ্বন্দ্ব এবং ঘটনার রিপোর্ট করে মধ্যস্থতায় অবদান রাখতে পারেন।’


সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামে (এসআরএফ) সভাপতি মো. মাসউদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী। এছাড়াও বক্তব্য রাখেন– পুলিশের অতিরিক্ত আইজিরতওফিক মাহবুব চৌধুরী, মেডিয়েশন বিশেষজ্ঞ জাপানের অধ্যাপক মাসাকো, আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞ বিজয় ভারতীয়া, প্যানেল আলোচক ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক ডেভিড দেবদাস, নেপালের অ্যাক্রিডিটেড মেডিয়েটর সিমরান নাপিত, ভারতের অ্যাক্রিডিটেড মেডিয়েটর তনুশ্রী রায় ও অধ্যাপক রমা হালদার।


কর্মশালায় আরও ছিলেন– এসআরএফের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বাবী, সহ-সভাপতি আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম, কোষাধ্যক্ষ মো. বাহাউদ্দিন আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না ও মো. দিদারুল আলম। আন্তর্জাতিক এ কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরা।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com