লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৭:২২
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

লিবিয়া থে‌কে দে‌শে ফি‌রে‌ছেন আরও ১৪৪ জন বাংলা‌দে‌শি। লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রত্যক্ষ সহযোগিতায় দেশে ফেরেন তারা।


১ অক্টোবর, মঙ্গলবার সকা‌লে বুরাক এয়ার (ইউ‌জেড ০২২২)-এর চার্টার্ড ফ্লাইটে তারা দে‌শে ফি‌রে‌ছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল ৭টায় বুরাক এয়ার-এর চার্টার্ড ফ্লাইট করে ১৪৪ বাংলাদেশির প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।


আইওএম-এর পক্ষ থেকে তাদের সবাইকে ছয় হাজার টাকা দেওয়া হয়। তা ছাড়া তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com