'আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি, ওরা আমাদের দেশের'
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৭
'আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি, ওরা আমাদের দেশের'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র আন্দোলনের সময় পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি যে, ওরা আমাদের দেশের পুলিশ।


তিনি প্রশ্ন তুলে বলেন, পুলিশের বন্দুক কীভাবে সিভিল পোশাকের মানুষের হাতে গেলো? ৭.৬২ রাইফেল তারা কোথায় পেলো?


তিনি আরও বললেন, এসব বিষয়ে তদন্ত হওয়ার কথা আগেও বলেছি। এখন সে দায়িত্বে না থাকলেও আমি যথাসম্ভব চেষ্টা করবো।


২৮ সেপ্টেম্বর, শনিবার রাজধানীতে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে তিনি এ প্রশ্ন তুলেন।


পুলিশে সংস্কারের বিষয়ে এ উপদেষ্টা বলেন, অবশ্যই সংস্কার প্রয়োজন। তারা নিজেরাও সেটা চাচ্ছে৷ এজন্য পুলিশ কমিশন করতে হবে। পুলিশকে যদি মানুষের বন্ধু বানাতে হয়, তবে সংস্কার করতেই হবে৷


গণঅভ্যুত্থানে হতাহতদের পূর্ণ তালিকা করতে খানিক সময় লাগবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা।


নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে ‘জাহাজ ও বন্দর মন্ত্রণালয়' করার প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন তিনি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com