সিইসির সংবাদ সম্মেলন দুপুরে
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১
সিইসির সংবাদ সম্মেলন দুপুরে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পদত্যাগের বিষয়ে কথা বলতে আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে।


বুধবার (৪ সেপ্টেম্বর) নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান কাজী হাবিবুল আউয়াল।


আপনারা পদত্যাগ করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন কিছুই বলব না। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।


রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’


নির্বাচন কমিশনের সদস্যরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পদ ছাড়তেই হবে। তাই পদত্যাগের জন্য মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।


তবে নিজেরাই পদত্যাগ করবেন, নাকি এ নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে তা বোঝার চেষ্টায় ছিলেন এতদিন। এ বিষয়ে পরামর্শের জন্য ইসি সদস্যরা রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি বলে জানা গেছে। এমন অবস্থায় আজ সাংবাদিকদের সামনে আসছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।


উল্লেখ্য, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। এই কমিশনের মেয়াদ পাঁচ বছর। এই কমিশনের আমলে গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বর্জন করে বেশির ভাগ রাজনৈতিক দল। শুধু আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো ওই নির্বাচনে অংশগ্রহণ করে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com