
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের প্রতিনিধি দল আইজিপি মো. ময়নুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে।
২৮ আগস্ট, বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতিনিধিদলটি সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের এশিয়া- প্যাসিফিক সেকশনের প্রধান ররি মুনগওভেন তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেঞ্জা ও অ্যালেকজান্ডার জেমস আমির এল জুন্ডি।
সাক্ষাৎকালে আইজিপি প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]