এস আলমের মতো সুপরিকল্পিতভাবে ব্যাংক লুটের নজির বিশ্বে নেই: গভর্নর
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ২০:০৫
এস আলমের মতো সুপরিকল্পিতভাবে ব্যাংক লুটের নজির বিশ্বে নেই: গভর্নর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এস আলম গ্রুপ যেভাবে সুপরিকল্পিতভাবে ব্যাংক লুটপাট করেছে, বিশ্বে তার আর কোনো নজির নেই বলে উল্লেখ করেছেন বাংলাদেশে ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।


২৮ আগস্ট, বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


এই মুহূর্তে কেউ এস আলম গ্রু‌পের সম্পদ কিনলে আইনি জটিলতায় পড়তে হতে পারে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, এসব সম্পদ বিক্রি করে ব্যাংক লুটের টাকা সমন্বয় করা হবে।


তিনি বলেন, এরইমধ্যে ছয়টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। এখন এসব ব্যাংক পুনর্গঠনে মনোযোগ দিতে হবে। ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেয়া হচ্ছে। তবে রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংক সংস্কার সফল হবে না বলে মন্তব্য করেন গভর্নর।


গভর্নর আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের একার পক্ষে এটি সম্ভব নয়। এজন্য পণ্য সরবরাহ ঠিক রাখতে হবে। বন্যার কারণে মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা কিছুটা পিছিয়ে যেতে পারে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com