
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৫০০ কোটি ডলার ঘুষ দেওয়ার তথ্য পুরোপুরি মিথ্যা ও গুজব, এ সংক্রান্ত খবরের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্টিটস্কি।
২৭ আগস্ট, মঙ্গলবার রাশিয়ার দূতাবাসে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে ঘুষ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। তবে আমি বলতে চাই, ৫ বিলিয়ন ডলার একটি বড় অঙ্কের অর্থ; যেখানে প্রকল্পের কাজ এখনও চলমান সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই।
এসময় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তোলে রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি বলেন, আমি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে মস্কো সহযোগিতা করবে বলেও জানান তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]